দু:খ এবং শেষের কথা…
>>
দুঃখগুলো আমারই থাক,
খুব গোপনে, খুব যতনে।
[এই দুটো লাইন একজনথেকে ধার নেওয়া ] 🙂
<<
কল্পনার রংএ সেগুলো, করে নেব আপনে..
কেউ হয়তো দেখবেনা, দেখবে শুধুই হাসি।
কিন্তু আমার ব্যথা গুলো, অন্তরেই থেকে যাবে,
আর কাঁদবো আমি গোপনে!!
আমরা এই পৃথিবীতে আসি, একা..
তারপর আমরা বেচে থাকি এই প্রকৃতির মাঝে,
আর খুঁজতে থাকি উদ্যেশ্য বেঁচে থাকার.. একা
তারপর ফিরে যাই আপন মনে নিজ দুনিয়ার সাঁঝে!!
তোমরা কেউ কি বলতে পারবে, এত একা কেন আমরা?
বলতে পারবে আসলে কি আমরা কখনো পাবো দ্বিতীয় সত্বা!!
“হয়তো পাবো, হয়তো পাবোনা” -বলবে তোমরা,
এভাবেই আমাদের যেতে হবে এগিয়ে.. এবং হয়তো পাবো পূর্ণতা…
তবে জেনে রেখ তোমরা, আমাদের চাওয়ার কোন শেষ নেই,
তাই আমাদের কাছে হয়তো সুখের হবেনা ঠাঁই!
বেঁচে থাকবে তোমরা, বেঁচে থাকবো আমরা,
এরপর একদিন এই প্রকৃতির সাথেই হবো ছাই!