fbpx
+8801717030687 [email protected]
ইসস্‌ আমি যদি ছোট থাকতাম…কত ভালোই না হত…
কোন হৃদয়ভাঙ্গা কষ্ট থাকতো না…চোখে কোন কষ্টের অশ্রু থাকতো না।
শুধু আহত হাঁটু থাকতো…আর আম্মুর অনেকখানি আদর…
যে আদর আমার সব কষ্টকে দূর করে দিত।
[ধারকৃত চরণ ]

সময় এবং স্রোত.. অপেক্ষা নাহি করে,
গুণিজনের এই কথা খালি মনে পড়ে।
অতীত আমাদের জন্য উদাহরণ হয়ে থাকে,
আর হারিয়ে যায়, সময় স্রোতের বাঁকে বাঁকে!

এই নিয়ে আমাদেরও এক সময় যেতে হবে হারিয়ে,
এই হারানোর মাঝেই রয়ে যাবে শুধুই অতীত…
অতীত দু:খ বা সুখের জন্য ক্ষণিক স্থান,
আসল উপহারই হলো বর্তমান!

তবুও মাঝে মাঝে আমরা অতীতের স্মৃতিতে ফিরে যাই,
একটু খানি সুখের নির্মল ছোয়াঁর ভেতর হারাতে চাই!
কিন্তু বাস্তব, বর্তমান বড়ই কঠিন ভাই!
তাই বর্তমানকেই সঠিক ব্যবহার করে চলা চাই!!

[মার্চ ৬:২০১২]