+8801717030687 [email protected]

Wolfenstein is a science fiction first-person shooter video game co-developed by Raven Software, id Software, Pi Studios and Endrant Studios and published by Activision.

প্রাগৈতিহাসিক কাহিনী: ১৯৮১ সালে musa software প্রথম বের করে Castle Wolfenstein, তারপর এ সিকুয়াল Beyond Castle Wolfenstein, ১৯৮৪ সালে। দুটাই ছিল ২ডি। এরপর ১৯৯২ সালে বের হলো Wolfenstein 3D; যার সাথে আমরা প্রায় সবাই পরিচিত। এরপর আরো আসে Spear of Destiny, 1992 ; Return to Castle Wolfenstein, 2001 ; Wolfenstein: Enemy Territory, a free multiplayer game Return to Castle Wolfenstein এর উপর বেস করে, released in 2003; ৩ডি সবগুলোর সাথেই জড়িত id software. এবার এরি টাইটেল নিয়ে বের হলো Wolfenstein.
কাহানী অব দ্যা গেম: ২য় বিশ্বযুদ্ধের সময়কার কাহিনী। আপনি হলেন গিয়া এক আম্রিকান ইস্পাই।নাম হইল B.J. Blazkowicz. আপনে বিশাল হিরোও বটে। সব্বাই আপনার নাম জানে। জার্মান নাজ্জিরা আপনার কল্লার উপ্রে ট্যাক্স বসাইছে। আপনারে দেখামাত্রই কেল্লাফতে কইরা দিব। আপনারে সাহাইজ্য করার মত লোকের ও অভাব নাইক্কা। ক্রাইসও নামে একটা বিদ্রোহী গ্রুপ আপনারে সবজাগায় সাহায্য কইরব।সেই গ্রুপের লিডার হইল ক্যরলিন। আপনার কাজ BLACK SUN নামে একটা এসএস গ্রুপএর বিরুদ্ধে বিভিন্ন একশন। গেমে আপনার থাকবে বিভিন্ন পাওয়ার। আপনি সময়ের উপ্রে বিভিন্ন ক্ষমতা ফলাইবেন।বিস্তারিত গেমে জাইনতে পাইরবেন। ২য় বিশ্বযুদ্ধে নাজ্জি বাহানীর উপ্রে যারা ক্ষেইপা আসেন। তাদের কুনো চিনতা নাই। এক্কারী ইচ্ছামত মাইরবেন। No চিন্তা Do ফূর্তী। এক্কারী ম্যন ফ্রাই বানাই দিবেন।

ডেভ্যু কাহানী: গেমটা id tech 4 ইন্জিন দিয়া ডেভেলপ কইরছে Raven Software. এটার মাল্টিপ্লেয়ার ভার্সন বানাইসে Endrant Studios. আর আমাগো পিসি, পিএস৩ আর এক্সবক্স৩৬০ এর জইন্য পাব্লিস কইরছে Activision. এটাতে ডুম আর কোয়াক ৪ টেকিইন্জিন ব্যবহার হইসে। তয় ইন্টারফেস দেকলে COD4 মনে হইবে।
কৃতিচশমা:
গেমপ্লে: মারাত্নক। শেষ না করে উঠতে ইস্যা কইরবেনা। তয় ক্যারেক্টার গুলা বেশীকথা বলে। আজাইরা। কিন্তু ফার্স্টপারসন শুটিং হিসাবে মারাত্তক করসে। COD, QUAK, DOOM, CRYSIS, BIOSHOK এর খিচুড়ি মনে হবে।দারুন উত্তেজনাকর। আপনে নিজে না খেলে আরেকজন কে খেলতে দেন। আর বসে বসে মুভির মত উপভোগ করেন।আর সাথে আছে মারাত্তক ফিউচারস্টিক অস্ত্র।
গ্রাফিক্স: দারুন গ্রাফিক্স। কিসুটা মেডেল অব অনার এর কথা মনেহবে। পিজিক্স কোয়ালিটি সাংঘাতিক। মোটামুটি মেলা ভাংচুর। বিশ্ফোরণ গুলা দেখার মত। রিকয়েল ফিজিক্স ও দারুন।

সিনেমাটিক: ভালই। তবে হিরোকে বেশি হিরো হিরো বানাই ফালাইসে। আজাইরা কিসু কাটসিন ও আসে।
সাউন্ড ইফেক্ট: মারাত্নক করসে। মনে হবে আপনে গেমের একটা অংশ।

কন্ট্রোল: First Person Shooter + Sci-fi. অন্যান্য শুটিংগেম গুলোর মতই ইন্টারফেস। দারুন ফিট কইরসে আমার সাথে।

স্কুর কার্ড:
১। গেমপ্লে : ৮.৮
২। গ্রাফিক্স : ৭.৯
৩। সিনেমাটিক : ৬.৭
৪। সাউন্ড : ৮.৪
গড়ে স্কুর: ৭.৯৫

কিসের অভাব: সিনেমাটিক কিসু আজাইরা। ক্যারেক্টার টকিং আসে আজাইরা। কাইত হ্ওয়া যায়না। বাদাবাকি সব ঠিকাসে।

আপনের যে যন্ত্র থাকতে হইবে খেলার জইন্যে:::::

Minimum System Requirements (Windows PC)

Software Requirements:
Microsoft Windows XP or Windows Vista (Windows 95/98/ME/2000 are unsupported)
Microsoft DirectX 9.0c (included & required for Windows XP & Vista)

Hardware Requirements:
CPU: Intel Pentium 4 3.2 GHz or AMD Athlon(TM) 64 3400+ processor
RAM: 1GB RAM
Video Card: 256MB NVIDIA Geforce 6800 GT or ATI Radeon X800
Sound Card: 100% DirectX 9.0c compatible sound card
HDD Space: 8GB (Plus an additional 800MB for Windows swap file)
Media: 100% Microsoft Windows compatible DVD-ROM drive
Internet: Broadband connection and service required for multiplayer

Wolfenstein out on PC, PlayStation 3 and Xbox 360