fbpx
+8801717030687 [email protected]

এ গ‌েইটগুল‌ো এক বা একাধ‌িক ম‌ৌলিক গ‌েইটের সমন্বয়‌ে তৈরি হয়। এরা যুক্তবন্ধ আচরণ করে। যৌগিক গেইট 4টি যথাঃ

১. NAND Gate: AND গ‌েইটের ও NOT গ‌েইটের সমন্বয়‌ে ত‌ৈরি।
২. NOR Gate: OR গ‌েইটের ও NOT গ‌েইটের সমন্বয়‌ে ত‌ৈরি।
৩. X-OR Gate: অর, এন্ড ক‌িংবা নট গ‌েইট দ‌িয়ে এ গেইট ত‌ৈরি করা যায়।

৪. X- NOR Gate: এক্স-অর গ‌েইটের সাথ‌ে NOT গ‌েইট ম‌িলিয়‌ে ত‌ৈরি হয়।

NAND Gate: NOT Gate এবং AND Gate এর সমন্বয়ে যে লজিক গেইট তৈরি করা হয় তাকে NAND Gate বলে।

AND Gate এর আউটপুটকে NOT গেইটের মাধ্যমে প্রবাহিত করলে NAND Gate পাওয়া যায়।
A ও B দু’টি ইনপুটের ক্ষেত্রে NAND Gate এর আউটপুট X=A̅.̅B̅

 

Nor Gate: NOT Gate এবং OR Gate এর সমন্বয়ে যে লজিক গেইট তৈরি করা হয় তাকে NOR Gate বলে।

OR Gate এর আউটপুটকে NOT গেইটের মাধ্যমে প্রবাহিত করলে NOR Gate পাওয়া যায়।
A ও B দু’টি ইনপুটের ক্ষেত্রে NORGate এর আউটপুট X= (A+B)’

Exclusive-OR Gate বা X-OR গেইট হলো এক ধরণের বিশেষ অর গেইট। এই গেইটে মূলত তিনটি মৌলিক গেইটের সমন্বয় করা হয়। যা পরবর্তিতে আলোচনা করা হবে।

বাইনারী যোগ এবং দু’টি বিটের অবস্থার তুলনা করতে এই গেইট ব্যবহৃত হয়।
এই গেইটের ইনপুটে বিজোড় সংখ্যক1(High) এর জন্য আউটপুট1(High) হয়। অন্যথায় আউটপুট 0 হবে।

Exclusive-NOR Gate বা X-NOR গেইট হলো এক ধরণের বিশেষ নর গেইট।

একটি X-OR গেইটকে নট গেইটের মাধ্যমে পরিচালনা করলে এই গেইট পাওয়া যায়।
এই গেইটের ইনপুটে বিজোড় সংখ্যক 0 এর জন্য আউটপুট 0 হয়। অন্যথায় আউটপুট 1 হবে।