হয়তো আমি দেখিনি, তোমাদের রক্তের শ্বাণিত ধারা..
অথবা তোমাদের ধ্বংশ হয়ে যাওয়া মহৎ তরুণ প্রাণ..
এবং রক্তের রাণিত বাংলার সাগর- দিশেহারা,
তবু সারাজীবন গাইবো মোরা তোমাদেরই গান!
এক সাগর রক্তের বিনিময়ে.. তোমাদের অমূল্য প্রাণের বিনিময়ে.
তোমাদের মিশে যাওয়া স্বপ্নের আকুলতায়,
তোমাদের অস্ত্রের গগন বিদারী শব্দে..
এনে দিলে আমাদের জন্য এই সজীব স্বাধীনতা এই বাংলায়!
আমরা তোমাদের ভুলবোনা.. স্মরণ করে যাবো তোমাদের যুগ থেকে যুগান্তরে,
চিনিয়ে দেবো তোমাদের এই ত্যাগ.. আমাদের রক্তের ধারায় ধারায়!
জানিয়ে দেবো কিভাবে আজ আমরা, নিতে পারি নিশ্বাস মুগ্ধ ব্যাকুলতায়!
জানিয়ে দিবো আমরা আমাদের প্রানাণ্তরে.. বেঁচে আছি সুন্দর স্বাধীণতায়!