+8801717030687 [email protected]

ল্যাপটপ আমরা অনেকেই নতুন কিনি, বা বহু বছর ধরে ব্যবহার করলেও অনেক কিছু বুঝিনা। তাই সাম্প্রতিক সময়ে নানান সমস্যায় পড়ি আমরা। তাই কয়েকটি কমন টিপস নিয়ে এই ব্লগ

১. নিজের হাতে চালান।
২. কুলার প্যাড ব্যবহার করতে পারেন।
৩. উইন্ডোজ ডিফেন্ডার একটিভ রাখেন।
৪. যার তার পেন্ড্রাইভ ব্যবহার না করাই ভালো। এখন নেট স্পীড অনেক বেশি। তাই ডাউনলোড করুন বা ড্রপবক্স/ড্রাইভ শেয়ার করতে বলুন।
৫. সিড্রাইভ আলাদা রাখলে ভালো। ডকুমেন্টস ও অন্যান্য আলাদা ড্রাইভে রাখুন। প্রয়োজন হলে সেটাপ দিন।
৬. পাওয়ার অপশন (SEARCH “POWER”) এই গিয়ে হাই পারফরমেন্স মোড রাখুন। পারলে এডভান্স অপশনগুলো দেখে আপনার এলইডি ক্লোজ/ ব্যটারি পারফর্মেন্সগুলোও দেখতে পারেন।
৭. অপশন থাকলে বায়োমেট্রিক না থাকলে পিন দিয়ে লক করুন।
৮. অপেক্ষাকৃত ঠান্ডা স্থানে ব্যবহার করলে ভালো। আউটডোরে সেফ প্লেসে ব্যবহার করুন।
৯. মাইক্রোসফ্ট একাউন্ট কানেক্ট করুন অনেক কাজে লাগবে। বিশেষ করে মাইক্রোসফ্ট স্টোরে অনেক ফ্রি এপ পাবেন।
১০. অটো আপডেট রাখুন।
নিজের অভিজ্ঞতা থেকে বললাম।