ওয়েব সাইটঃ
- কোন ওয়েব সার্ভারে রাখা ওয়েব পৃষ্ঠা, ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যের সমষ্টিকে বোঝায়, যা ইন্টারনেট বা ল্যানের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। এগুলো মূলত এক-একটি এইচটিএমএল ডকুমেন্ট, যা এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে ওয়েব সার্ভার থেকে ইন্টারনেট ব্যবহারকারীর ওয়েব ব্রাউজারে স্থানান্তরিত হয়।
- ডোমেইন এর মাধ্যমে দর্শন যোগ্য ওয়েব সার্ভারে জমা রাখা ওয়েব পৃষ্ঠা, ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যের সমষ্টিকে একসাথে ওয়েবসাইট বা সাইট বলা হয়।
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবঃ
- (সংক্ষিপ্তরূপ THE WEB) হল ইন্টারনেট দিয়ে দর্শনযোগ্য আন্তঃসংযোগকৃত তথ্যাদির একটি ভাণ্ডার।
- এতে যুক্ত থাকা একজন দর্শক বিশ্বের বিভিন্ন স্থানে সংরক্ষিত ওয়েবসাইট দেখতে পারে এবং হাইপারলিঙ্ক ব্যবহার করে বিভিন্ন নির্দেশনা গ্রহণ ও প্রদান করতে পারে।
- ১৯৮৯ সালে সুইজারল্যান্ডের জেনেভায় সার্ন এ কর্মরত অবস্থায় স্যার টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করেন।
ইন্টারনেটঃ
- সারা পৃথিবী জুড়ে বিস্তৃত, পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি যা জনসাধারণের জন্য উন্মুক্ত।
- ইন্টারকানেক্টেড নেট্ওয়ার্ক(interconnected network) এর সংক্ষিপ্ত রূপ। এটা বিশেষ গেটওয়ে বা রাউটারের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্কগুলো একে-অপরের সাথে সংযোগ করার মাধ্যমে গঠিত হয়।
- ইন্টারনেট ১৯৮৯ সালে আইএসপি দ্বারা সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়।
ডোমেইনঃ
- একটি ওয়েবসাইটের পরিচিতির জন্য যেই নামটি ব্যবহার করা হয় সেটিই ডোমেইন নাম। এটি একটি অদ্বিতীয় (unique) নাম।
- প্রত্যেক ওয়েবসাইটের একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকে। কিন্তু আইপি দিয়ে ওয়েবসাইট মনে রাখা কষ্টসাধ্য। তাই মনে রাখার সুবিধার জন্য আইপি অ্যাড্রেসের পরিবর্তে ডোমেইন নাম ব্যবহার করা হয়। এছাড়া এক বা একাধিক কমপিউটার কে ইন্টারনেট এ চেনার জন্যও ডোমেইন নাম ব্যবহার করা হয়।
- প্রথম বাণিজ্যিক ডোমেইন নাম হল Symbolics.com যা ক্যাম্ব্রিজের কম্পিউটার ফার্ম সিম্বোলিক্স ১৫ মার্চ ১৯৮৫ তারিখে TLD.com হতে নিবন্ধন করে।
হোস্টিং সার্ভারঃ
- যেকোন ওয়েবসাইট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে প্রকাশের জন্য ডেভলপ করার পর একধরনের বিশেষ সার্ভার কম্পিউটারে রাখা হয়। এই কম্পিউটারগুলো ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যেকোন ওয়েবে যুক্ত কম্পিউটার থেকে একসেস করা যেতে পারে। এই বিশেষ সার্ভারগুলোই হলো ওয়েব সার্ভার বা হোস্টিং সার্ভার।
- প্রত্যেক ওয়েবসাইটের ডোমেইন নামের পাশাপাশি একটি হোস্টিং সার্ভারেরও প্রয়োজন। এতে ওই ডোমেইন নেইম কোন ব্রাউজারে এন্ট্রি দিলে নামটির জন্য নির্ধারিত আইপি এড্রেস সমৃদ্ধ হোস্টিং সার্ভার হতে ওয়েবসাইটিতে একসেস পাওয়া যায়। বিভিন্ন ডোমেইন ও হোস্টিং সার্ভিস প্রোভাইডার কোম্পানি থেকে অনলাইনে বা অফলাইনে ডোমেইন ও হোস্টিং সার্ভার কিনে নিতে হয়।