fbpx
+8801717030687 [email protected]

ওয়ার্ডপ্রেস। ২০০৩ সালে সামান্য কোডিং দিয়ে শুরু হয়েছিল। মূলত বিভিন্ন কমিউনিটি সাইট গুলোতে সহযে প্রশ্নউত্তর,মন্তব্য ইত্যাদি পোস্ট করার জন্য ম্যাসেজ বোর্ড এর মত ওয়ার্ডপ্রেস এর উৎপত্তি। বর্তমানে লাখ লাখ ইউজার ওয়ার্ডপ্রেস ব্যাবহার করছে। বর্তমানে অনেক কর্পোরেট সাইট তাদের সাইট গুলো ওয়ার্ডপ্রেস ফর্মে নিয়ে গেছে। যাতে আপনাকে কিছু জানার জন্য আর তাদের কন্টাক্ট আস বা ফিডব্যক নামক পেচাল ব্যবহার করতে নাহয়।
ওয়ার্ডপ্রেস একটা ওপেন সোর্স কোড। আপনি সামান্য প্রোগ্রামিং জ্ঞান থাকলেই আপনি ওয়ার্ডপ্রেস কে আপনার মত গড়ে নিতে পারবেন। আপনার মনের মাধুরী মিশিয়ে বানাতে পারবেন আপনার নিজস্ব ওয়েবসাইট/কমিউনিটি। তবে বেশীর ভাগ ইউজার ই ওয়ার্ডপ্রেস ব্লগ হিসাবে ব্যবহার করে। আবার এটি ব্যবহৃত হয় পাবলিশিং প্লাট ফর্ম হিসাবেও।কি কি আছে?:::
ওয়ার্ডপ্রেস ডট.কম এ গিয়ে আপনি ফ্রি রেজিস্ট্রেশন করেই ওয়ার্ডপ্রেস ব্লগ বানাতে পারবেন। এতে রয়েছে
১। কন্ট্রোল ড্যাসবোর্ড: যা দিয়ে আপনি ইচ্ছামত আপনার ব্লগ সাজাতে পারবেন।
২। থিম: আপনি ওয়ার্ডপ্রেস এর বিভিন্ন সুন্দর ফ্রি থিম হতে বাছাই করতে পারবেন আপনার পছন্দের থিম। আপনি যদি CSS জানেন তাহলে আপনি সেই থিমের কালার সাইজ ইত্যাদী পরিবর্তন করতে পারবেন। তবে ফ্রি হওয়ার কারনে আপনি থিম ইচ্ছামত পরিবর্তন করতে পারবেন্না।
৩। উইজেটস: ওয়ার্ডপ্রেস এর সহায়ক কন্ট্রোল বা সাইটের সুবিধা বাড়ানোর জন্য রয়েছে অনেক উইজেটস। আপনি ড্যাসবোর্ড হতে বাছাই করতে পারবেন মনের মত উইজেটস। যেমন : ক্যালেন্ডার, পোস্টক্যালেন্ডার, ওয়াচ, ট্যাগক্লাউডস।
৪। সবচে, দারুন যে ফিচার তা হলো ওয়ার্ডপ্রেস বাংলায় পাওয়াযায়। জাস্ট আপনার ড্যাসবোড কন্ট্রোলে গিয়ে ল্যাংগুয়েজ পাল্টালেই চলবে।
৫। ইউজার রেজিস্ট্রেশন করতে পারবে।
সমস্যা: ফ্রি জিসিষের সমস্যা তো আছেই। যেমন, আপনি রুটলেভেলের অনেক কিছু চেন্জ করতে পারবেন্না। থিমএ পরিবর্তন আনতে হিমষিম খেতে হবে। লিমিটেড ইউজার কম্পাটিবিলিটি।

এবার আসি ওয়ার্ড প্রেস.ওআরজি তে।
আপনার যদি নিজস্ব সার্ভার খাকে তাহলে এখান হতে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে আপনার সার্ভারে ইনস্টল করতে পারবেন।
যা যা দরকার সার্ভারে
php,MYSQL,Apache Supported server. ব্যাস আর কিছুনা।
কি কি আছে? ::
উপরের সব সুবিধাই আছে। তবে আসল সুবিধা হলো আপনি আপনার ইচ্ছামত কোডিং ব্যবহার করে ওয়ার্ডপ্রেস সাজাতে পারবেন। বানাতে পারবেন থিম,উইজেক্টস ইত্যাদি। আপনার সাইটে ইউজার রেজিস্ট্রেশন করতে পারবে। লিখতে পারবে ব্লগ। আপনি নিজে থিম তৈরী করে বিক্রি বা ফ্রি দিতে পারবেন। সবই থাকবে আপনার হাতের মুঠোয়।
REF:
http://wordpress.org/
http://wordpress.com/

Download wordpress from
http://wordpress.org/
download extended features (themes/widgets)
http://wordpress.org/extend/