fbpx
+8801717030687 [email protected]

মৌলিক লজিক গেইটঃ যে সকল লজিক গেইট একই আচরণ করে এবং একে বিশ্লেষণ করলে অন্য কোন গেইট পাওয়া যায় না তাকে মৌলিক গেইট বলা হয়। উল্লেখ্য যে, মৌলিক গেটসমূহ ব্যবহার করে অন্য সকল যৌগিক গেটসমূহ তৈরী করা সম্ভব। মৌলিক গেইট তিনটি।
যেমনঃ

ক. OR Gate : লজিকাল যোগের গেইট
খ. AND Gate: লজিকাল গুনের গেইট
গ. Not Gate: লজিকাল পূরক গেইট

OR Gate
যে ডিজিটাল সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দেয় একটি আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটগুলোর লজিকাল যোগের সমান হয়।

এই ক্ষেত্রে যে কোন একটি সিগনাল high (1) বা true হলে আউটপুট সিগনালটি 1 হয়ে যাবে।অর্থ্যাৎ সিগনাল 1 বা true থাকতে হলে যে কোন সিগনাল ই 1 বা true থাকলেই হবে।
এই গেইটে সুইচ বা ইনপুটগুলো প্যারালাল সার্কিটে লাগানো থাকে।
Image may contain: text

AND Gate
যে ডিজিটাল সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দেয় একটি আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটগুলোর লজিকাল গুণের সমান হয়।

এই ক্ষেত্রে যে কোন একটি সিগনাল low (0) বাfalse হলে আউটপুট সিগনালটি 0 হয়ে যাবে।অর্থ্যাৎ সিগনাল 1 বা true থাকতে হলে প্রতিটি সিগনাল ই 1 বা true থাকতে হবে।
এই গেইটে সুইচ বা ইনপুটগুলো সিরিজ সার্কিটে লাগানো থাকে।
চিত্রে A এবং B ইনপুটের জন্য AND Gate এর Output X=A.B
Image may contain: text

NOT Gate
যে ডিজিটাল ইলেক্ট্রনিক সার্কিটে একটি ইনপুটের জন্য একটি আউটপুট পাওয়া যায় এবং আউটপুট সিগনালিটি ইনপুটের পূরক অর্থ্যাৎ উল্টো/বিপরীত হয় তাকে নটগেইট বলে।
এই ক্ষেত্রে যে কোন একটি সিগনাল high (1) বা true হলে আউটপুট সিগনালটি 0 হয়ে যাবে

Image may contain: text