এ গেইটগুলো এক বা একাধিক মৌলিক গেইটের সমন্বয়ে তৈরি হয়। এরা যুক্তবন্ধ আচরণ করে। যৌগিক গেইট 4টি যথাঃ
১. NAND Gate: AND গেইটের ও NOT গেইটের সমন্বয়ে তৈরি।
২. NOR Gate: OR গেইটের ও NOT গেইটের সমন্বয়ে তৈরি।
৩. X-OR Gate: অর, এন্ড কিংবা নট গেইট দিয়ে এ গেইট তৈরি করা যায়।
৪. X- NOR Gate: এক্স-অর গেইটের সাথে NOT গেইট মিলিয়ে তৈরি হয়।
NAND Gate: NOT Gate এবং AND Gate এর সমন্বয়ে যে লজিক গেইট তৈরি করা হয় তাকে NAND Gate বলে।
♣AND Gate এর আউটপুটকে NOT গেইটের মাধ্যমে প্রবাহিত করলে NAND Gate পাওয়া যায়।
♣A ও B দু’টি ইনপুটের ক্ষেত্রে NAND Gate এর আউটপুট X=A̅.̅B̅
Nor Gate: NOT Gate এবং OR Gate এর সমন্বয়ে যে লজিক গেইট তৈরি করা হয় তাকে NOR Gate বলে।
♣OR Gate এর আউটপুটকে NOT গেইটের মাধ্যমে প্রবাহিত করলে NOR Gate পাওয়া যায়।
♣A ও B দু’টি ইনপুটের ক্ষেত্রে NORGate এর আউটপুট X= (A+B)’
Exclusive-OR Gate বা X-OR গেইট হলো এক ধরণের বিশেষ অর গেইট। এই গেইটে মূলত তিনটি মৌলিক গেইটের সমন্বয় করা হয়। যা পরবর্তিতে আলোচনা করা হবে।
♣বাইনারী যোগ এবং দু’টি বিটের অবস্থার তুলনা করতে এই গেইট ব্যবহৃত হয়।
♣এই গেইটের ইনপুটে বিজোড় সংখ্যক1(High) এর জন্য আউটপুট1(High) হয়। অন্যথায় আউটপুট 0 হবে।
Exclusive-NOR Gate বা X-NOR গেইট হলো এক ধরণের বিশেষ নর গেইট।
♣একটি X-OR গেইটকে নট গেইটের মাধ্যমে পরিচালনা করলে এই গেইট পাওয়া যায়।
♣এই গেইটের ইনপুটে বিজোড় সংখ্যক 0 এর জন্য আউটপুট 0 হয়। অন্যথায় আউটপুট 1 হবে।