…. শুধুই তোমার জন্য! ভালো থেকো!
স্তব্ধ বসে আছি আমি, চারদিক অন্ধকার,,
স্ক্রীনের নীলচে আলোতে চেয়ে আছি,
সামনে এক অন্য দুনিয়া, তাতে হয়তো ডুবে রয়েছি!
ছন্দকে নিয়ে খেলার চিন্তা করছি!
এইযে ছন্দ, এইযে কবিতা বা কবিতার মত কিছু একটা!
আনন্দ আর বেদনার মিস্রন! আবদ্ধ আবেগটা!
অথবা এক অনাবীল মাধুরতার অপেক্ষায় এই মনটা!
সবুজের মাঝে দিয়ে দূরে মেঘেদের ভেলায় দিকে চাওয়ার প্রবনতা!
সবকিছুরই মাঝে ছন্দ খুঁজতে চাই আজ..
চিৎকার করে বলতে চাই, জীবনটা কেন খায় ভাঁজ!
আবার নিজেকে নিয়ে চলতে শুরু করি, আবার মনে আসে সাঁঝ!
নতুন সকালের অপেক্ষায় থাকি, ভুলে যেতে চাই সব কাজ!
সবারই একটি নতুন পৃথিবী থাকে, থাকে ছন্দময় সপ্ন!
সবারই একটি আত্না আছে, আছে ভালোবাসার রত্ন!
নীরবে শুধুই ভেবে যাই, অস্থির চিন্তায় মগ্ন!
নীরবে আমি গান গাই তোমার, মনটা যে খোঁজে লগ্ন!
শুধুই তোমার জন্য, তুমি জানবেনা.. কিন্তু এই পৃথিবীটা জানুক!
শুধুই ভালোবাসার জন্য, তুমি ভাববেনা, কিন্তু আমার মনটা ভাবুক!
শুধুই কল্পনার জন্য, তুমি সপ্ন দেখবেনা, কিন্তু আমার সপ্ন চলুক!
শুধুই ছন্দের জন্য, তুমি পড়বেনা, কিন্তু আমার কবিতাটি হোক!
……… ২৪ মে