+8801717030687 [email protected]

দু:খ এবং শেষের কথা…

>> দুঃখগুলো আমারই থাক, খুব গোপনে, খুব যতনে। [এই দুটো লাইন একজনথেকে ধার নেওয়া ] 🙂 << কল্পনার রংএ সেগুলো, করে নেব আপনে.. কেউ হয়তো দেখবেনা, দেখবে শুধুই হাসি। কিন্তু আমার ব্যথা গুলো, অন্তরেই থেকে যাবে, আর কাঁদবো আমি গোপনে!! আমরা এই পৃথিবীতে আসি, একা.. তারপর...

চিৎকার….

হাহা হা হাকার.. চিৎকার, সবাই চায় জিত তার.. ভাবিনা, একবার আসলে, কি হবার? ভাবতে চায়কে? জিততেই চায়যে!! জিতলেই মংগল, সবাই তাই ভাবেযে!! ভেবেছ-কি একবার? হলো যে ক্ষতি কার? বলার আগে বারবার, ভেবে দেখো একবার….....

ভাবিবো? না করিবো

ভাবিয়া হচ্ছি অবাক, রব কি স্ববাক বা নির্বাক? হচ্ছেটা কি এইসব? সবাই বলছে- দেখা যাক?? আমরা নিরন্তর দেখেই চলেছি.. আর বুঝেই চলছি দেখা যায়, কে আছে আমাদের রুখবে, কে আছে আমাদের চালাবে? একজনই আছে, যে পারবে.. সব কিছু ঠিক করে ফেলতে.. এক জনই আছে, সে হলে তুমিই.. যে সব নিয়ন্ত্রণ...