fbpx
+8801717030687 [email protected]

বাইনারী যোগ: বাইনারী সংখ্যাপদ্ধতিতে দুটি সংখ্যা থাকে, যথাক্রমে ০ এবং ১। বাইনারী যোগ এই দুই সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ।
চিত্র-১ এ বাইনারী যোগের নিয়ম দেখানো হলো। যেখানে 0+0=0, 0+1=1, 1+0=1 এবং 1+1=10 । 1+1 =10 হওয়ার কারণ হলো ডেসিম্যাল পদ্ধতিতে 1+1=2, 2কে বাইনারীতে রূপান্তর করলে 10 হয়।
চিত্র-২ তে দুইটি বাইনারী র‌্যাডিক্সপয়েন্ট(দশমিক বিন্দু) যুক্ত সংখ্যা কে বাইনারী যোগ দেখানো হলো। যোগ করার সময় 1+1=10 হলে ০ নিচে যাবে এবং 1 উপরে বামের সংখ্যায় Carry হয়ে যোগ হবে।

Image may contain: text

বি:দ্র: চিত্রগুলো পেইন্ট এর মাধ্যমে মাউস দিয়ে আঁকা। খুবতাড়াতাড়ি আপডেট করা হবে।