+8801717030687 [email protected]

Image may contain: 1 personইতিহাসঃ বুলিয়ান অ্যালজেবরা সর্বপ্রথম প্রকাশিত হয় ইংরেজ গণিতবিদ এবং পাদ্রী জর্জ বুল এর রচিত বই The Mathematical Analysis of Logic (1847) এ। এরপর তিনি আরেকটি নিবন্ধ/বই প্রকাশ করেন এই অ্যালজেবরাকে সম্পূর্ণতা দিবে। বইটি হলো An Investigation of the Laws of Thought (1854)। যুক্তি বিদ্যার সাথে গণিতকে সমন্বয় করার জন্য এই বীজগণিতের এই শাখাটির সূত্রপাত। পরবর্তীতে লজিক সার্কিট এবং ডিজিটাল সার্কিট ডিজাইনে এই গণিত গুরুত্বপূর্ণ অবদান রাখে।
বুলিয়ান অ্যালজেবরা হলো বীজগণিতের ঐ শাখা যেখানে যুক্তি (লজিকের) সত্য- মিথ্যা (True – False) কে বিভিন্ন যুক্তি AND,OR,NOT ইত্যাদি দিয়ে বিশ্লেষণ করা হয়।

[এই নিবন্ধে আরো আলোচনা আসছে…. ]