অধুনা মাইক্রোসফ্ট এজ থিমটি অনেক লাইট হওয়ার কারণে বেশ জনপ্রিয় হচ্ছে, এর বিশাল একটি কারণ হচ্ছে বর্তমান মাইক্রোসফ্ট এজ ব্রাইজারটি গুগলের ক্রোম (ক্রোমিয়াম) এর উপর বেজ করে করা। তাই বহুজনই এজ ব্যবহার করা শুরু করেছেন? আরেকটি কারন হচ্ছে ক্রোমের সকল এক্সটেনশনই এজ এ ইনষ্টল করা যায়। কিন্তু একটা দু:খ কিভাবে ক্রোমের থিম ব্যবহার করবো?
ওকে পড়ে থাকুন কিভাবে এই কাজটি সহজেই করতে পারবেন।
1. Microsoft Edge এর এড্রেস বারে Chrome Web Store লিখে সার্চ দিন। সেখান থেকে Chrome Web Store এ প্রবেশ করুন।
2. সেখানে সার্চ দিন Get CRX
3. এবার ADD TO CHROME এ ক্লিক করে Microsoft Edge ব্রাউজারে এক্সটেনশনটি ইনস্টল করে নিন।
4. আবার Chrome Web Store এ ফিরে যান।
5. Chrome Themes লিখে সার্চ দিন সার্চ করার সময় Themes অপশনটি সিলেক্ট করে রাখবেন।
6. আপনার পছন্দনিয় থিম সিলেক্ট করুন ও Add To Chrome এ সিলেক্ট করে আপনার Microsoft Edge ব্রাউজারে এড করে নিন।
ব্যাস, এভাবেই আপনি পেয়ে গেলেন Microsoft Edge এর ক্রোম ভার্সন। 🙂 Happy Browsing.. Remember to Visit Again.