+8801717030687 [email protected]

Image result for logic gateলজিক গেইট একটি বিশেষ ধরণের ইলেকট্রনিক বর্তনী বা সার্কিট যা কিনা এক বা একাধিক ইনপুট থেকে ও কেবলমাত্র একটি আউটপুট দিয়ে থাকে এবং এই সময়ে ইনপুটসমূহের লজিক্যাল অবস্থার উপর ভিত্তি করে আউটপুট প্রদান করে।
লজিক গেটসমূহ লজিক হাই (হ্যাঁ/শুরু/Start On) ‘1’ এবং লজিক লো(না/শেষ/Stop/Off) ‘0’ এই দুটি বাইনারী লজিক নিয়ে কাজ করে।
লজিক গেইট দুই ধরণের হয়।
১। মৌলিক লজিক গেইট এবং
২। যৌগীক লজিক গেইট।

মৌলিক লজিক গেইটঃ যে সকল লজিক গেইট একই আচরণ করে এবং একে বিশ্লেষণ করলে অন্য কোন গেইট পাওয়া যায় না তাকে মৌলিক গেইট বলা হয়। উল্লেখ্য যে, মৌলিক গেটসমূহ ব্যবহার করে অন্য সকল যৌগিক গেটসমূহ তৈরী করা সম্ভব। মৌলিক গেইট তিনটি। যেমনঃ

ক. OR Gate : লজিকাল যোগের গেইট
খ. AND Gate: লজিকাল গুনের গেইট
গ. Not Gate: লজিকাল পূরক গেইট

য‌ৌগিক লজিক গ‌েইটঃ এ গ‌েইটগুল‌ো এক বা একাধ‌িক ম‌ৌলিক গ‌েইটের সমন্বয়‌ে তৈরি হয়। এরা যুক্তবন্ধ আচরণ করে। যৌগিক গেইট 4টি যথাঃ

১. NAND Gate: AND গ‌েইটের ও NOT গ‌েইটের সমন্বয়‌ে ত‌ৈরি।
২.  NOR Gate: OR গ‌েইটের ও NOT গ‌েইটের সমন্বয়‌ে ত‌ৈরি।
৩. X-OR Gate: অর, এন্ড ক‌িংবা নট গ‌েইট দ‌িয়ে এ গেইট ত‌ৈরি করা যায়।
৪. X- NOR Gate: এক্স-অর গ‌েইটের সাথ‌ে NOT গ‌েইট ম‌িলিয়‌ে ত‌ৈরি হয়।