fbpx
+8801717030687 [email protected]

অদ্ভুত উটের পিঠে, ছুটে চলেছে সময়!
অনন্তের দিকে, দিশেহারা, ছুটেছে পথিক..
সামনে অনেক বন্ধুরপথ, আসছে মহাপ্রলয়!
অনেক ভুলের ভেতর থেকে, বেছে নিতে হবে সঠিক।

পৃথিবী এক গোলকধাঁদা, ঘুরে ফিরে চলেছে বারবার,
চারদিকে অচেনামুখ, আর ভয়ংকরের সমাহার!
এরই মাঝে চলছে পথিক, অসহায় আর অনাহার!
সামনে কি? মরিচীকা! মনকরে হাহাকার!

ভেবোনা পথিক, উপরে আছে রহিম রহমান,
তুমি ছুটে চলতেই থাকো, বাঁচিয়ে রাখো তোমার প্রাণ,
সুর্যটি অস্তযায়, আবার হবে উষান!
তুমি পৌঁছাবে এক কল্যানের পথে, বাধো প্রাণে পাষান!