fbpx
+8801717030687 [email protected]

হে বাংলার বীর শহীদেরা,

তোমাদের শান্ত, শ্রান্ত আত্নার প্রতি জানাই অজস্র শ্রদ্ধা আর ক্ষমা,

আমরা ক্ষমা চাই কারণ, আমরা আজ পঙ্গু, অন্ধ, অচল,

আমরা ক্ষমা চাই কারণ, আজ আমরা শুধু অশ্রু ঝরতে জানি,

আজ ক্ষমা চাই কারণ, আমরা শুধু বলতে জানি, জানি চিল্লাতে,

আমরা ক্ষমা চাই কারণ , আমাদের হাত আমরা বেধে রেখেছি,

শুধু আমরা চাই ক্ষমা, ক্ষমা , ক্ষমা আর ক্ষমা।

কারণ আজও আমরা পরাধীণ। …