fbpx
+8801717030687 [email protected]

আমি বৃস্টির সাথে কথা বলি,
আর বজ্রপাতের সাথে করি বন্ধুত্ব!
প্রতিটি ফোটার সাথে আমার হয় একত্ব,
বজ্রালোকে পৃথিবীর আর আমার মনের ভাতৃত্ব!

বৃস্টি ভেজা রাতে থাকি, সুখের অপেক্ষায়,
শীতল মায়ার অপেক্ষায়, আর আনন্দের নীরবতায়!
ভেবে যাই সরল আর কাঠিন্যের মিস্রনের চরম বাস্তবায়,
থেকে যাই শুধুই সুন্দরের আশায় আর ভালোবাসার অপেক্ষায়।

আমার মন হয়তো একাকী, অথবা হয়তো আছে অনেক কিছুকে নিয়েই,
সেই হয়তো আর যদির মাঝেই পার্থক্য খুঁজি, বৃস্টির ফোঁটা দিয়ে।
ধন্যবাদ দেই আমাদের মহান সৃস্টিকর্তাকে তার সুন্দর সৃস্টি অনন্য,
আর সেই সুন্দর গুলো আমাদের সবার মাঝে, বিলিয়ে দেয়ার জন্য।

বৃস্টির সাথে আমি একাত্বতা করি, খুঁজি যোতি চিহ্ন!
বজ্রপাতের আলোকে আছি অপেক্ষায়, শুধুই সুন্দরের জন্য!
হয়তো বা যদি সুন্দর আমার হবে, অথবা হবেনা,
তবুও প্রার্থনা করি খোদার কাছে, আমাদের তিনি দিয়েছেন, সৌন্দর্য কত অনন্য!