ভাবিয়া হচ্ছি অবাক,
রব কি স্ববাক বা নির্বাক?
হচ্ছেটা কি এইসব?
সবাই বলছে- দেখা যাক??
আমরা নিরন্তর দেখেই চলেছি.. আর বুঝেই চলছি দেখা যায়,
কে আছে আমাদের রুখবে, কে আছে আমাদের চালাবে?
একজনই আছে, যে পারবে.. সব কিছু ঠিক করে ফেলতে..
এক জনই আছে, সে হলে তুমিই.. যে সব নিয়ন্ত্রণ করতে পারবে!
তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিয়োনা!
গুনিজন বলে গেলো, আমরা তা মানিনা!!
মেনে চলো, অথবা.. চলে দেখ…
দেখবে এসে গেছে এক নতুন জামানা!!
ঢাকা-০২-মার্চ-২০১২ রাইত ৪.৪৫ 🙂