fbpx
+8801717030687 [email protected]

ভুল সে হতে পারে অনেকবার,
কত আর করবে সে.. হতে চায় বার বার!!
তবুও সে চায়না শেষ হওয়ার,
তাই করে চলি মোরা বারংবার!

ভুল সে তো মানুসেরই হয়,
পশু কিংবা উদ্ভিদের নয়!
ভুল আমাদের জীবনেরই এক অংশ!
চাইলেও তা বন্ধ হবার নয়!

তাই বলে তো আর ইচ্ছে করে ভুল করবোনা,
এড়িয়ে যাবো, যতটুকু পারি এই জীবনে।
একই ভুল বার বার নয়..
অনেক ভুল অজানাতেও হয়!

মনে রেখ তোমরা, ভুল আমাদের জীবনেরই ভাগ,
যেসব থেকে আমরা শিক্ষা নিতে পারি।
মনের ভুলে তুমি ভুল করলেও হবোনা অবাক!
শুধরে নিতে চেস্টা করবো, ভুল হবে যতবারই!

এটাও মনে রেখ, তোমার কাছে যা মনে হবে ঠিকনয়,
অন্যের কাছে তা স্বর্গের দুয়ারও মনে হয়!
এখন হয়তো মনে হতে পারে করছো ভুল,
কিন্তু ভবিস্যতে হয়তো ভুলটাই সঠিক হয়!

তবুও ভুল পথে যেওনা, কস্ট তুমি নিবেনা বা দিবেনা।
তোমার ভুলের জন্য হয়তো.. অন্য কেও কূল পাবেনা !!