fbpx
+8801717030687 [email protected]

যেতে নাহি দিতে চাই, তবু চলে যায়, তবু যেতে দিতে হয়!
আমাদের স্মৃতি এক কঠিন চোরাবালি,
একবার যদি পা পড়ে যায়, উঠিতে নাহি চায়!
কিন্তু থেমে থাকেনা কিছুই.. সময় যায় চলি!

পৃথিবীতে আমাদের আগমন, এই বিশাল পৃথিবীর জন্য এক তুচ্ছ সময়,
পৃথিবীর কাছে আমাদের এই সময়, বড়ই কম মনে হয়!
কিন্তু আমরা? আমাদের এই সময়ই আমাদের জন্য মুল্যবান,
তাই আমাদের মেনে নিতে হয়, না চাইলেও, চেস্টা করো আপ্রাণ!

শুধুই চেস্টা নয়, করে দেখাও তোমরা, জয় করো পৃথিবী!
তাহলেই স্বার্থক হবে বেঁচে থাকার, স্বার্থক হবে জন্মের,
অযথা হেলায় সময় নস্ট করোনা.. এগুলো শুধুই টুকরো স্মৃতি!
তোমার কাছে অমূল্য মনে হলেও, কিছুই হবেনা বিশ্বের!

সুন্দর ভাবে বেঁচে থাকার জন্যই আমাদের কাছে আছে আমাদের বন্ধু,
আছে নতুন ভাবে বেঁচে থাকার সপ্ন, আর আছে আমাদের মা!
আছে নতুন ভালোবাসা, নতুন জীবনের জয়গান..
আছে আমাদের সুন্দর এই পৃথিবী, হেলায় সময় নস্ট করোনা!

>>১০ মার্চ- সকাল ৯.৩০ মিনিট