fbpx
+8801717030687 [email protected]

স্বপ্ন..
আকাশের দিকে তাকিয়ে থাকার নাম
রোদের নিচে মাথা থেকে গড়িয়ে পড়া ঘাম
অনন্তের দিকে ছুটে যাওয়ার অপেক্ষা অবিরাম
দিন শেষে পরিশ্রান্ত পথিকের জীবনের দাম

ভেঙ্গে..
যেতে পারে সময়ের অবহেলায়.
ফুরিয়ে যেতে পারে বন্ধুত্বের দুরত্বে
হারিয়ে যেতে পারে হৃদয়ের দোটানায়
মিলিয়ে যেতে পারে অবুঝের ঘনত্বে

সময়…
খুবই নিদারুন পিড়াদায়ক হতে পারে
হতে পারে দয়ালু অথবা মমতার আধার
চলতে চলতে অকূলে মিলবে হয়তো পাথারে
নিয়ে আসতে পারে ঘোর অকাল আঁধার

বন্ধু
হতে পারে তোমার পাসে রাখ সেই খালি গ্লাস
হতে পারে তোমার চোখের সেই ভাঙ্গা চশমা
অথবা তোমার গায়ে চাপানো টিশার্টের ঘ্রাণ
অথবা হতে পারে বইয়ের পাতার লুকানো উপমা…

বেঁচে
থাকতে হবেই এই অকাল আঁধারে
থাকতে হবেই সেই অবুঝের ঘনত্বে
দিতে হবেই তোমার সকল সময়ের দাম..
খুঁজে নিতে হবেই সেই বইয়ের উপমা