এলো এলো এসেই গেলো, বৈশাখ!
by Shamim Arafat Rocky | Apr 11, 2012 | Stories and poems
Warning: file_exists(): open_basedir restriction in effect. File(/home/shamimar/public_html/wp-content/uploads/et_temp/Pinterest-1285_1080x675.svg) is not within the allowed path(s): (/home/shamimarafat/:/tmp:/var/tmp:/opt/alt/php74/usr/share/pear/:/dev/urandom:/usr/local/lib/php/:/usr/local/php74/lib/php/) in
/home/shamimarafat/domains/shamimarafat.com/public_html/wp-content/themes/Divi/epanel/custom_functions.php on line
1540
এলো এলো এসেই গেলো,
নতুন বছর ভাই,
আম, কাঁঠাল আর নতুন চাল,
ফুর্তি করা চাই!
বছর যায় বছর আসে
মাসের পর মাস,
একটি বছর ঘুরে আবার
এলো বৈশাখ!
ইলিশ খাবো, পান্তা খাবো,
খাবো পলাউ ভুনা।
ঘুরতে যাবো, ফিরতে যাবো!
তোমরা আসবে কিনা?
শব্দ হারাই শব্দ খুঁজি,
নতুন এলো তাই নতুন বুঝি,
তবু মোরা ঘুরবো ফিরবো,
ফুলের ডালি সাজি!
রংবেরং এর পোশাক হবে,
মুখোশ হবে, খেলনা হবে,
কত রকম গানও হবে!
আমরা গাইবো স্বমরবে!
এশো হে বৈশাখ,
নতুন করে সাজাও মোদের প্রাণ।
নতুন করে শুরু করো ১৪১৯,
নতুন করে শুরু করি বৈশাখেরই গান!