+8801717030687 [email protected]

ভালোবাসা, সপ্ন একং কস্টের এক অপরূপ মিস্রণ!
সপ্ন দেখায়, কস্ট দেখায়।
তবুও মোরা ভালোবাসতে চাই, ভালোবেসে যাই!
আনন্দ এবং অস্ত্রুর সাগরে ভেলা ভাসাই!

ভবিস্যৎ কি হবে? আমরা জানিনা!
তাই বলে তো আমরা থেমে থাকতে পারিনা!
তাই বলেই তো ভালোবাসাকে ঘৃণা করিনা!
সপ্ন আর বাস্তবতাকে যে মেলানো যায়না!

আমি বলবো, ভালোবাসো, বিশ্বাস করো!
সপ্ন দেখো, সপ্ন দেখাও!
জয় পরাজয়তো আমাদের জীবনেরই অংশ!
যদি না থাকতো এসব, পেতামনা মোরা সুখ দু:খের ভগ্নাংশ!

May 5 2012