fbpx
+8801717030687 [email protected]

ওয়েবডিজাইন সম্পর্কিত দ্বিতীয় পর্ব

সার্ভার:

  • হলো একটি কেন্দ্রীয় কম্পিউটার যা নেটওয়ার্কের সাথে সংযুক্ত কম্পিউটারগুলির মধ্যে বিভিন্ন পরিষেবা প্রদান করে।
  • লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) বা ইন্টারনেট দুইটি মাধ্যমের যে কোন একটি ব্যবহার করেই সার্ভার কাজ করতে পারে।
  • ওয়েব সার্ভার এর ক্ষেত্রে ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকাটা জরুরী। কেননা এখানে সার্ভার একজন ইউজারের কাছে থেকে যে রিকোয়েস্টটি গ্রহণ করবে এবং যে তথ্যটি আদান প্রদান করবে, তার জন্য মাধ্যম হচ্ছে ইন্টারনেট এবং একটি ওয়েব ব্রাউজার।
  • Windows Server 2019, Linux Server, Unix, Free BSD ইত্যাদি

ক্লায়েন্ট কম্পিউটার:

  • হল নেটওয়ার্কের প্রান্তিক ইউজার কর্তৃক ব্যবহৃত কম্পিউটার যারা নেটওয়ার্কের বিভিন্ন রিসোর্স ব্যবহার করে।
  • ক্লায়েন্ট কম্পিউটারকে ওয়ার্কস্টেশনও বলা হয়ে থাকে।
  • কম্পিউটারে যেকোনো অপারেটিং সিস্টেম চালানো হতে পারে।
  • Windows, Linux (Ubuntu, Kali, etc) , Android, Mac OS, iOS, Solaris.

আপলোড-ডাউনলোড:

  • কোন ক্লায়েন্ট এর নিজস্ব স্টোরেজ থেকে অনলাইনে কোন ওয়েবসাইটের সার্ভার স্টোরেজে কনটেন্ট প্রেরণ / সংরক্ষন করা হলো আপলোড । যেমন: ফেসবুকে ছবি পোস্ট করতে গেলে আমরা সেটা আপলোড করে থাকি।
  • কোন ওয়েবসাইট থেকে যে কোনো ধরণের কনটেন্ট (ছবি,ভিডিও,অ্যাপস ইত্যাদি) ক্লায়েন্টের নিজস্ব স্টোরেজে জমা/সংরক্ষন করা হলো ডাউনলোড ।

ইউ আর এল

  • ইউনিফরম রিসোর্স লোকেটর (Uniform Resource Locator) এমন একটি ব্যবস্থা যা ব্রাউজারে প্রবেশ করালে কোন ওয়েবহোস্টিং সার্ভারে রাখা ওয়েবসাইট কম্পিউটার/ডিভাইসে ডাউনলোড করে ওয়েবসাইট টি দেখাবে।
  • এই নামে কোন স্পেস থাকবেনা শুধু (/) স্লাশ ব্যবহার করা হতে পারে।
  • এটি একটি ইউনিক নাম। বিশ্বে দুটো ইউআরএল কখনো এক হতে পারেনা।