fbpx
+8801717030687 [email protected]

অনেকেই নিজের ওয়েবসাইটে ভিডিও পোষ্ট করতে চান। কিন্তু হোস্টিং সার্ভারগুলোর সীমাবদ্ধতার কারনে অনেক সময় ভিডিওগুলোই সার্ভার বন্ধের কারন হয়ে দাড়ায়। এথেকে পরিত্রান পেতে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করে সেটা ওয়েবসাইটের পোষ্টে এমবেড করতে পারি আজ আমি সেই প্রসেসই এখানে সংক্ষিপ্ত ভাবে দিচ্ছি। এছাড়াও ইউটিউব মনিটাইযেসনের জন্য এটা একটা সুন্দর পদ্ধতি।

ধাপ-১: 
আপনার ওয়ার্ডপ্রেস সাইটে নিউ পোস্ট এ যান> সেখান থেকে  টেস্কট মুডে যান

ধাপ -২
ইউটিইবে আপনার চ্যানেলে যান > সেখান থেকে যে ভিডিওটি আছে সেটা ক্লিক করে ওয়াচ মুডে নিয়ে আসুন

 

ধাপ – ৩
ওয়াচ মুডে ভিডিওর নিচে শেয়ার বাটন ক্লিক করুন।

ধাপ- ৪
শেয়ারের যে প্রম্পট আসবে সেখান থেকে Embed সিলেক্ট করুন

ধাপ-৫
এমবেড প্রম্পট স্ক্রিণের ডানপাসে (মোবাইল হলে নিচে) যে iframe কোড আছে তা সম্পূর্ণ অংশ কপি করে নিন

ধাপ- ৬ আপনার সাইটের নিউ পোস্ট স্ক্রীনে ফেরত আসুন এবং টেক্সট মুডে সেই কোডটুকু পেস্ট করে দিন।

ধাপ-৭:
এবার ভিডিও সম্পর্কিত টাইটেল ও বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সহ পোষ্ট টি পাব্লিশ (প্রকাশ) করে দিন।